দুই চার বছর আগে হয়তবা শখের বসে একটি কম্পিউটার কিনেছিলেন। পরবর্তী সময়ে যখন সেটিকে আউট ইনকাম অথবা পেশাদার কোন কাজে কম্পিউটার ব্যবহার শুরু করেছেন। তখন আপনার কম্পিউটারে যে গতির প্রয়োজন সেই গতি পাচ্ছেন না। আসল কথা আপনার কম্পিউটারের কার্যক্ষমতা কমে গেছে। এখন আপনি কি করবেন আবার নতুন করে কম্পিউটার কিনবেন?না তার আর দরকার নেই আপনি ইচ্ছা করলেই সেই কম্পিউটারকে নতুন করে নিতে পারেন। কিছু নতুন যন্ত্র পরিবর্তন করে নিলেই আপনার কম্পিউটার নতুন হয়ে যাবে। আসুন আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করি।
কম্পিউটারের নতুন যন্ত্রাংশ পরিবর্তন করার আগে হার্ডডিস্ক ড্রাইভের ধারণ ক্ষমতা, র্যামের ধারণ ক্ষমতা, প্রসেসরের কার্যক্ষমতা, গ্রাফিক্স কার্ড আছে কিনা, মাদারবোর্ড কোন প্রজন্মের ইত্যাদি বিষয়গুলো তালিকা করে নিবেন। এই সকল তথ্যগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, সিস্টেম ইনফরমেশন অথবা অ্যাপলের ম্যাক ওএসে "আবউট দিস ম্যাক অপশন" থেকে পাওয়া যাবে। আর সতর্কতা হিসেবে কম্পিউটারে প্রয়োজনীয় তথ্যগুলো পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ বা ক্লাউড ড্রাইভে সংরক্ষণ করে নিতে হবে।
কম্পিউটারের যন্ত্রাংশ পরিবর্তনের সময় এসকল বিষয়ে যারা দক্ষ তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিবেন। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্যগুলো আরও ভালোভাবে জেনে নিবেন। কোন যন্ত্রাংশ গুলো গুনগত মান সম্পন্ন সেগুলো বিস্তারিত জেনে বুঝে তারপর কম্পিউটারে নতুন যন্ত্রাংশ গুলো স্থাপন করবেন। আশা করি এসকল নিয়ম গুলো অনুসরণ করলে আপনার কম্পিউটার আগের তুলনাই অনেক ফাস্ট হয়ে যাবে।
লেখকঃ
ইশতিয়াক আহমেদ ( কম্পিউটার বিশেষজ্ঞ)
0 coment rios: