শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কিভাবে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করবেন।

কিভাবে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করবেন।

আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি তখন সেখানে আমরা ম্যাসেঞ্জার বাটন দেখতে পাই। এই ম্যাসেঞ্জার বাটন সেট করার কারণে যারা ভিজিটর তারা ওয়েবসাইটের মালিকের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে। এবং তাদের কোন কিছু জানার প্রয়োজন থাকলে তৎক্ষণাৎ মেসেজ করে জানতে পারবে। এটার ফলে খুব সহজেই ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করা যায়। যার ফলে ওয়েবসাইটে ক্রমশ ভিজিটর বৃদ্ধি হতে থাকে। তাছাড়াও ই-কমার্স ওয়েবসাইটের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই ম্যাসেঞ্জারের মাধ্যমে পণ্য ক্রয়ের জন্য আলাপ আলোচনা করতে পারবে।  তবে আমরা অনেকেই জানি না যে কীভাবে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করব। আসলে এটি একটি ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করতে হয়। সুতরাং আসুন দেখুন যে, খুব সহজেই কিভাবে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করবেন।  

সময় থাকলে অবশ্যই নিচের আর্টিকেল ৩টি পড়ে নিবেন আশা করি আপনার অনেক উপকার আসবে।

  1. গুগল এডসেন্সঃ গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন সকল খুঁটিনাটি আলোচনা।
  2. কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে সময়,তারিখ ও শিরোনাম বা ব্রেকিং নিউজ সেটিং করবেন।
  3. কিভাবে ব্লগার সাইটে মেটা ট্যাগ ও মেটা বিবরণ বসাবেন।

প্রথম পদক্ষেপঃ  

কিভাবে ওয়েবসাইটে ম্যাসেঞ্জার বাটন যুক্ত করবেন তার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

  • প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। তারপর আপনার "Facebook Page"এ প্রবেশ করুন। 
  • এখন দেখুন যে আপনার "Facebook Page"এর পৃষ্ঠার হোমপেজের উপরের ডানদিকে একটি "setting" বাটন আছে এখন এটিতে ক্লিক করুন।
  • দেখুন যে অনেকগুলি বিকল্প অপশন রয়েছে। এখন  "Messenger platform" ক্লিক করুন।
  • তারপরে "Customer chat Plugin" ক্লিক করুন। এবার "Jump to section" ক্লিক করুন এবং "setup" বাটনে  ক্লিক করুন। 
  • এখন দেখুন যে আপনার পর্দায় একটি নতুন উইন্ডো প্রদর্শিত হচ্ছে এবং সেখানে  "Next" বাটনে ক্লিক করুন। 
  • এখন "Hi!How can we Help You?"এর মতো স্বাগত পাঠ্যটি সেটআপ করুন।  বা আপনার  পছন্দ মত অন্য কিছু সেট করতে পারেন। 
  • ইচ্ছা করলে আপনি বাংলাতে মেসেজটি লিখতে পারেন। যেমন "হ্যালো!কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি"। তারপর   "Next" বাটন ক্লিক করুন।
  • এখন আপনি  ম্যাসেঞ্জার আইকনটির সেটআপ কালার পরিবর্তন করতে পারেন অথবা ডিফল্ট কালার রেখে দিতে পারেন।  তারপর "Next" বাটনে ক্লিক করুন। তারপর আপনি এইচটিএমএল কোড টি কপি করুন।  

২য় পদক্ষেপঃ
এখন আপনার ব্লগার ওয়েবসাইটের থিম অপশনে প্রবেশ করুন  বা আপনার ওয়েবসাইট "index" ফাইলটিতে যান এবং <হেড> কোডের পরে এই কোডটি পেষ্ট করুন।
এখন এটি সংরক্ষণ করুন এবং আপনার সাইটে যান এবং আপনার সাইটটি একবার রিফ্রেশ করুন।
আপনার ওয়েবসাইটে এখন একটি ম্যাসেঞ্জার বাটন যুক্ত হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এরপরও  আপনাদের যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করবো।  


শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

1 টি মন্তব্য:

  1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এই টিপসটি শেয়ার করার জন্য।

    উত্তরমুছুন