সম্প্রতি বিসিএস, ব্যাংক, সরকারী,বেসরকারী ও বিভিন্ন কোম্পানিসহ যেকোন চাকুরীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ২০০+ সন্ধি বিচ্ছেদ। তাই আপনারা ঝটপট সন্ধি বিচ্ছেদ গুলো পড়ে ফেলুন। আশা করি এগুলো পড়লেই যেকোন পরিক্ষায় ১০০% কমন পাবেন। বিগত যত পরিক্ষা হয়েছে এই সকল শব্দ থেকেই সন্ধি বিচ্ছেদগুলো চাকরীর পরিক্ষায় এসেছে। কাজেই আর দেরি না করে নিচের সন্ধি বিচ্ছেদ গুলো খুব শীঘ্রই মুখস্থ করে ফেলুন।
পাশাপাশি দুই বা ততোধিক বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি মূলত ৩ প্রকার । স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি এবং বিসর্গ সন্ধি। আসুন চাকরীর প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদ জেনে নেই।
আরও পড়ুনঃ খুবই গুরুত্বপূর্ণ ২০০+ বাংলা সমার্থক শব্দ।
গুরুত্বপূর্ণ ২০০+ সন্ধি বিচ্ছেদ
- শতেক= শত+এক
- কতেক= কত+ এক
- শাঁখারি= শাঁখা+ আরি
- রূপালি= রূপা + আলি
- মিথ্যুক= মিথ্যা + উক
- হিংসুক= হিংসা + উক
- কুড়িক= কুড়ি + এক
- ধনিক= ধনি + এক
- বারেক= বার + এক
- তিনেক= তিন + এক
- হিমাচল= হিম+ আচল
- হিমালয়= হিম + আলয়
- নরাধম= নর + অধম
- প্রাণাধিক= প্রাণ + অধিক
- সিংহাসন= সিংহ+ আসন
- বিদ্যালয়= বিদ্যা + আলয়
- শুভেচ্ছ= শুভ + ইচ্ছা
- যথেষ্ট= যথা + ইষ্ট
- মহেশ= মহা + ঈশ
- সূর্যদয়= সূর্য + উদয়
- যথোচিত= যথা + উচিত
- দেবর্ষি= দেব + ঋষি
- শীতার্ত= শীত + ঋত
- তৃষ্ঞার্ত= তৃষ্ঞা + ঋত
- ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত
- জনৈক= জন + এক
- মতৈক্য= মত+ ঐক্য
- মহৌষধি= মহা + ঔষধি
- অতীত= অতি + ইত
- পরীক্ষা= পরি + ঈক্ষা
- অত্যন্ত= অতি + অন্ত
- ইত্যাদি= ইতি + আদি
- অত্যুক্তি= অতি + উক্তি
- প্রত্যেক= প্রতি + এক
- প্রত্যহ= প্রতি + অহ
- অত্যাধিক= অতি + অধিক
- প্রত্যাশা= প্রতি + আশা
- অদ্যন্ত= আদি + অন্ত
- মরূদ্যান= মরু + উদ্যান
- স্বাগত= সু + আগত
- অন্বেষণ= অনু + এষণ
- নয়ন= নে + অন
- নায়ক= নৈ + অক
- পবন= পো + অন
- গবাদি= গো + আদি
- গবেষণা= গো + এষণা
- পবিত্র= পো + ইত্র
- নাবিক= নৌ + ইক
- ভাবুক= ভৌ + উক
- শয়ন = শে + অন
- গায়ক= গৈ + অক
- লবণ= লো + অন
- দিগন্ত= দিক্ + অন্ত৬
- সুবন্ত= সুপ + অন্ত
- একচ্ছত্র= এক + ছত্র
- পরিচ্ছদ=পরি + ছদ
- সচ্চিন্তা= সৎ + চিন্তা
- উচ্ছেদ= উৎ + ছেদ
- সজ্জন= সৎ + জন
- কুজ্ঝটিকা= কুৎ + ঝটিকা
- উড্ডীন= উৎ + ডীন
- উদ্ধার= উৎ + হার
- পদ্ধতি= পদ + হতি
- উল্লাস= উৎ + লাস
- বাগদান= বাক্ + দান
- ষড়যন্ত্র= ষট + যন্ত্র
- উদ্যোগ= উৎ + যোগ
- তদ্রুপ= তৎ + রূপ
- শঙ্কা= শম্ + কা
- সঞ্চয়= সম্ + চয়
- সংগত= সম + গত
- অহংকার= অহম্ + কার
- সংখ্যা= সম্ + খ্যা
- সংযম= সম্ + যম
- সংলাপ= সম্ + লাপ
- সংহার= সম্ + হার
- সংবাদ= সম্ + বাদ
- সংশয়= সম্ + শয়
- সংরক্ষণ= সম্ + রক্ষণ
- সংসার= সম্ + সার
- তৎকাল= তদ + কাল
- কৃষ্টি= কৃষ্ + তি
- উত্থান= উৎ + স্থান
- সংস্কার= সম্ + কার
- উত্থাপন= উৎ + স্থাপন
- সংস্কৃত= সম্ + কৃত
- পরিষ্কার= পরি + কার
- তিরোধান= তিরঃ + ধান
- ততোধিক= ততঃ + অধিক
- মনোরম= মনঃ + রম
- মনোহর= মনঃ + হর
- তপোবন= তপঃ + বন
- অন্তর্গত= অন্তঃ + গত
- পুনরায়= পুনঃ + আয়
- অহরহ= অহঃ+ অহ
- অন্তর্ভুক্ত= অন্তঃ + ভুক্ত
- নিরাকার= নিঃ + আকার
- আশীর্বাদ= আশীঃ + বাদ
- দুর্যোগ= দুঃ + যোগ
- বহির্গত= বহিঃ + গত
- নীরব= নিঃ + রব
- নীরস= নিঃ + রস
- নিশ্চয়= নিঃ চয়
- শিরচ্ছেদ= শিরঃ + ছেদ
- নিষ্ঠুর= নিঃ + ঠুর
- দুস্তর= দুঃ + তর
- দুস্থ= দুঃ + থ
- পদস্থলন= পদঃ + খলন
- দুষ্কর= দুঃ + কর
- মনঃকষ্ট= মনঃ + কষ্ট
- ভাস্কর= ভাঃ + কর
- অহর্নিশ= অহঃ + নিশা
- অহরহ= অহঃ + অহ
- দুষ্প্রাপ্য= দুঃ + প্রাপ্য
- আবিষ্কার= আবিঃ + কার
- চতুষ্পদ= চতুঃ + পদ
- ইত্যাদি= ইতি + আদি
- মৃন্ময়= মৃৎ + ময়
- উচ্চারণ= উৎ + চারণ
- রবীন্দ্র= রবি + ইন্দ্র
- অণ্বেষণ = অনু + এষণ
- অত্যাচার= অতি + আচার
- অত্যন্ত = অতি + অন্ত
- অতএব= অতঃ + এব
- অতীত = অতি + ইত
- অতীব= অতি + ইব
- অধিকাংশ= অধিক + অংশ
- অন্যান্য = অন্য + অন্য
- অন্তর্হিত= অন্তঃ + হিত
- অনাদর= অন + আদর
- অনাবশ্যক= অন + আবশ্যক
- অনিচ্ছা= অন + ইচ্ছা
- অপেক্ষা= অপ + ঈক্ষা
- অভ্যাস = অভি + আস
- অর্ধেক = অর্ধ + এক
- অরিন্দম= অরিম্ + দম
- অরণ্য= ঋ + অন্য
- অলংকার= অলম্ + কার
- অস্ত্রাগার= অস্ত্র + আগার
- অস্তাচল= অস্ত + অচল
- অসন্তোষ= অসম্ + তোষ
- অহরহঃ= অহঃ + অহঃ
- আপত্তি= আপদ + তি
- আবিষ্কার= আবিঃ + কার
- আশ্চর্য= আ + চর্য
- আশীর্বাদ= আশীঃ + বাদ
- উচ্ছ্বাস= উৎ + শ্বাস
- উচ্ছিষ্ট= উৎ + শিষ্ট
- উচ্ছেদ= উদ্ + ছেদ
- উত্তেজন= উদ্ + তেজনা
- উত্তম= উদ্ + তম
- উৎকৃষ্ট= উৎকৃষ্ + ত
- উদ্যোগ= উৎ + যোগ
- উদ্যত= উদ্ + যত
- উদ্দীপ্ত= উদ্ + দীপ্ত
- উদ্ধার= উদ্ + হার
- উদ্ধৃতি= উদ্ + হৃতি
- উদ্ভিদ= উদ্ + ভিদ
- উদ্ভূত= উদ্ + ভূত
- উদ্ভব= উৎ + ভব
- উন্মুখ= উৎ + মুখ
- উন্মত্ত= উদ্ + মত্ত
- উপায়= উপ + আয়
- উপেক্ষা= উপ ঈক্ষা
- উপস্থিত= উপঃ + থিত
- উল্লাস= উৎ + লাস
- উল্লেখ= উৎ + লেখ
- একাকার= এক + আকার
- একান্ত= এক + অন্ত
- একান্ত= এক + অন্ত
- ক্রমাগত= ক্রম + আগত
- ক্ষান্ত= ক্ষাম্ + ত
- ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত
- কান্না= কাঁদ + না
- কিঞ্চিৎ= কিম্ + চিৎ
- কিন্তু= কিম্ + তু
- কিন্নর= কিম্ + নর
- কোত্থেকে= কোথা + থেকে
- কৃতাঞ্জলি = কৃত + অঞ্জলি
- করাঘাত= কর + আঘাত
- কুলাঙ্গার= কুল + অঙ্গার
- কিংবা= কিম্ + বা
- গিরীশ= গিরি + ঈশ
- গণেশ= গণ + ঈশ
- ঘরামি= ঘর + আমি
- চাট্টি= চার + টি
- চেষ্টা= চেষ + তা
- চতুর্ভুজ= চতুঃ + ভুজ
- চড়াই= চড় + আই
- ছিন্ন= ছিদ্ + ন
- জগদীশ= জগৎ + ঈশ
- জীবনানন্দ= জীবন + আনন্দ
- জন্মান্তর= জন্ম + অন্তর
- জন্মাবধি= জন্ম + অবধি
- জলাঞ্জলি= জল + অঞ্জলি
- ঝঞ্ঝা= ঝম্ + ঝা
- যুগান্তর= যুগ + অন্তর
- যাতায়াত= যাত + আয়াত
- যজ্ঞ=যজ্ + ন
- যজ্ঞাগার
- যজ্ঞ + আগার
- যথার্থ= যথা + অর্থ
- যথেষ্ট= যথা + ইষ্ট
- যথোপযুক্ত= যথা + উপযুক
- বনস্পতি= বন + পতি
- যন্ত্র= যম্ + ত্র
- তথাপি= তথা + অপি
- তথাস্তু= তথা + অস্তু
- তন্ময়= তদ্ + ময়
- তপোবন= তপঃ + বন
- তস্কর= তদ্ + কর
- দাবানল= দাব + অনল
- দিগন্ত= দিক্ + অন্ত
- দেবালয়= দেব + আলয়
- দেশান্তর= দেশ + অন্তর
- দুর্গা= দুঃ + গা
- দুর্গন্ধ= দুঃ + গন্ধ
- দুর্গ= দুঃ + গম
- দুর্গম= দুঃ + গম
- দুর্ঘটনা= দুঃ + ঘটনা
- দুর্দান্ত= দুঃ + দান্ত
- দুর্দিন= দুঃ + দিন
- দুর্বোধ্য= দুঃ + বোধ্য
- দুর্বল= দুঃ + বল
- দুর্ভোগ= দুঃ + ভোগ
- দুর্মতি= দুঃ + মতি
- দুর্লভ= দুঃ + লভ
- দুরাচার= দুঃ + আচার
- দুরাত্মা= দুঃ + আত্মা
- দুরবস্থা= দুঃ + অবস্থা
- দুশ্চিন্তা= দুঃ + চিন্তা
- দুষ্ট= দুষ + ত
- ন্যায়= নি + আয়
- নিন্দুক= নিন্দা + উক
- নির্গুণ= নিঃ + গুণ
- নির্গত= নিঃ + গত
- নির্জন= নিঃ + জন
- নির্ণয়= নিঃ + নয়
- নির্ধন= নিঃ + ধন
- নির্বাসন= নিঃ + বাসন
- নির্বিঘ্ন= নিঃ + বিঘ্ন
- নির্ভর= নিঃ + ভর
- নির্মূল= নিঃ + মূল
- নিরানন্দ= নিঃ + আনন্দ
- নিরাপদ = নিঃ + আপদ
- নিরাশ= নিঃ + রাশ
- নিরীক্ষণ= নিঃ + ঈক্ষণ
- নিরুপায়= নিঃ + উপায়
- নিরপেক্ষ= নিঃ + অপেক্ষ
- নিরর্থক= নিঃ অর্থক
- নিশ্চিহ্ন= নিঃ + চিহ্ন
- নিশ্চল= নিঃ + চল
- নিশ্চয়= নিঃ + চয়
- নিশ্বাস= নিঃ + শ্বাস
- নিষ্প্রভ= নিঃ + প্রভ
- নিস্তার= নিঃ + তার
- নিস্তব্ধ= নিঃ+ স্তব্ধ
- নিয়ম= নি + যম্
- নীরোগ= নিঃ + রোগ
- নীরদ= নিঃ + রদ
- নীরন্ধ্র= নিঃ + রন্ধ্র
- নীরব= নিঃ + রব
- নীলাভ= নীল + আভ
- নমস্কার= নমঃ + কার
- নয়ন= নে + অন
- পর্যন্ত= পরি+অন্ত
আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আপডেট থাকুন। তাহলে আমাদের নিয়মিত আপডেট পোস্টগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আগামীতে কি ধরণের পোস্ট পাবলিশ করা প্রয়োজন সেটিও আমাদের পরামর্শ দিতে পারেন।
0 coment rios: