বাংলাদেশের মিডিয়া জগতে দাম্পত্য জুটি বেধেছেন অসংখ্য তারকারাই। কিন্তু বেশির ভাগ তারকাদের ঘর সংসার বেশিদিন টিকে না। তাদের মধ্যে থেকে অনেকেরই বিবাহ বিচ্ছেদ ঘটেছে।বাংলাদেশের সেরা ৮ তারকা জুটি ও তাদের প্রেমের রসায়ন নিয়েই আজকের আয়োজন যাদের সম্পর্কটা আজ অব্দি পর্যন্ত টিকে রয়েছে।সেরা ৮ জন তারকা দাম্পত্য জুটির প্রেমের রসায়ন তুলে ধরা হলো।
১। আলী যাকের-সারা যাকের
২। নাঈম-শাবনাজ
৩। ওমর সানি-মৌসুমি
৪। জাহিদ হাসান ও মৌ
৫। মশাররফ করিম ও জুই
৬। তৌকির আহমেদ-বিপাশাঃ
৭। মোস্তফা সারওয়ার ফারুকী-তিশা
৮। নাইম ও নাদীয়া
১। আলী যাকের-সারা যাকের
২। নাঈম-শাবনাজ
৩। ওমর সানি-মৌসুমি
৪। জাহিদ হাসান ও মৌ
৫। মশাররফ করিম ও জুই
৬। তৌকির আহমেদ-বিপাশাঃ
৭। মোস্তফা সারওয়ার ফারুকী-তিশা
৮। নাইম ও নাদীয়া
১ আলী যাকের-সারা যাকেরঃ
মঞ্চের আলোয় আলোকিত দুজন। বন্ধুত্ব হতে সময় লাগেনি। চুপিসারে একে অপরকে গিফট করতেন নিজের প্রিয় জিনিসটা। ইংরেজিতে বেশ কৌশলী চিঠি লিখতেন আলী যাকের। ঝরঝরা সুন্দর হাতের লেখায় মুগ্ধ হতেন সারা। জবাবটাও দিতেন মজা করে। মনের অজান্তে দিনে দিনে বন্ধুত্বের সুতায় টান লাগে, বাড়তি কিছু চাচ্ছিলেন দুজনই। তারপর বিয়ের পিড়িতে বসে গেলেন।
2 নাঈম-শাবনাজঃ
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র নির্মাতা এহতেশাম তাঁর নতুন চলচ্চিত্র ‘চাঁদনী’র জন্য দুজন নতুন মুখ বাছাই করেন। সেই দুজনই হলো নবাব পরিবারের ছেলে নাঈম আর বিক্রমপুরের মেয়ে শাবনাজ। প্রথম ছবিতেই জুটি হিসেবে ব্যাপক সাড়া ফেলেন নাঈম-শাবনাজ। চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই ঘনিষ্ঠ হন নাঈম-শাবনাজ। শুরু থেকেই তাদের প্রেম কাহিনী মিডিয়ায় আসে। অবশেষে সব জল্পনা-কল্পনা ভেঙে ১৯৯৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন এ জুটি। বিয়ের পর দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে আসা এ জুটির সময় কাটে দু’ মেয়ে, সংসার আর ব্যবসা নিয়ে।
৩ ওমর সানি-মৌসুমিঃ
সুখময় দাম্পত্য জীবনের দেড় যুগ পূর্ণ করেছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। তাদের বিবাহিত জীবনের প্রায় ২০ বছর পূর্ণ হতে যাচ্ছে। তৎকালীন হোটেল শেরাটনে (বর্তমান রূপসী বাংলা) অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।পরিচয়টা হয়েছিল ‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে। সেই সময়ে তাদের মধ্যে ভালো লাগাটা তৈরি হয়।
৪ জাহিদ হাসান ও মৌঃ
জাহিদ হাসান তখন টেলিভিশনের এক নম্বর অভিনেতা। আর মৌ দেশসেরা মডেল। এ দুইয়ের সমন্বয়ে হানিফ সংকেত ‘ইত্যাদি’তে হাজির করেন দুজনকে। ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানে দুজন জমিয়ে পারফর্ম করলেন। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। যা হোক, সম্পর্কটা হয়েই গেল। কিন্তু মৌর মা কিছুতেই জাহিদকে নিজের জামাই হিসেবে মানতে পারেননি। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তোলেন জাহিদ। আর এখন তারা দাম্পত্য জীবনেও জুটিবদ্ধ হয়ে আছেন।
৫ মশাররফ করিম ও জুইঃ
মশাররফ করিম হলেন অত্যান্ত জনপ্রিয় অভিনেতা। একই সাথে তিনি বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের সংসার জীবনের ১৫ বছর। চার বছর প্রেমের পর ২০০৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় এ অভিনেতা।
৬ তৌকির আহমেদ-বিপাশাঃ
একসময়ের জনপ্রিয় টেলিভিশন জুটি তৌকির আহমেদ এবং বিপাশা হায়াত। তৌকির আহমেদ মুলত নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত থাকেন। এবং বিপাশা হায়াত ব্যস্ত নাটক লেখা ও ছবি আকাঁ নিয়া। একসময়ের টিভি নাটকের তুমুল জনপ্রিয় জুটি তৌকির-বিপাশা। এখন তারা বাস্তবেও জুটি ও সুখী দম্পতি।
৭ মোস্তফা সারওয়ার ফারুকী-তিশাঃ
ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতির নাম তিশা-ফারুকী। যাদের একজন হলেন নামকরা অভিনেত্রী এবং অপরজন বিখ্যাত পরিচালক।তাদের দুজনের মধ্যে প্রেমটা মূলত শুরু হয় তিশার একটি বিজ্ঞাপন দেখার পর থেকে। এরপর ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে চেনাজানা শুরু দু’জনার। ২০১৩ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
৮ নাইম ও নাদীয়াঃ
বর্তমান সময়ের জনপ্রিয় জুটি হলেন ছোট পরদার অভিনয়শিল্পী নাইম ও নাদিয়া। তাঁরা একে অপরকে ভালবেসে বিয়ে করেছেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনয়শিল্পী নাঈম বিয়ে করেন। নাদিয়া জানালেন প্রস্তাবটা নাইমের পরিবার থেকেই এসেছিল।
সেরা ৮ জন তারকা দাম্পত্য জুটির প্রেমের রসায়ন জানতে হলে ভিডিওটি দেখুনঃ
0 coment rios: