সোমবার, ৬ এপ্রিল, ২০২০

করোনায় যে ১০ জেলার মানুষ বেশি হুমকিতে।

করোনায় যে ১০ জেলার মানুষ বেশি হুমকিতে।

দেশের ১০টি জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। সনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন ৭০ জন।
মোট ১০ জেলায় বিস্তার ঘটেছে করোনা ভাইরাসের। জেলাগুলো হলোঃ

১। ঢাকা,
২। নারায়ণগঞ্জ
৩। মাদারীপুর
৪। গাজীপুর
৫। কুমিল্লা
৬। কক্সবাজার
৭। গাইবান্ধা
৮। মানিকগঞ্জ
৯। চুয়াডাঙ্গা
১০। চট্টগ্রাম

এর মধ্যে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে ঢাকায়, এরপরই আছে মাদারীপুর। এই ১০ জেলার সকল মানুষকে খুব সচেতন থাকার আহবান জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জন্য যা যা করনীয় তা এই ভিডিও তে উল্লেখ করা হবে।

আক্রান্তদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। আইইডিসিআর-এর অফিসিয়াল ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য দেয়া রয়েছে।

দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তিনি মাদারীপুরের বাসিন্দা। এরপর রোগী শনাক্ত হয় ঢাকা ও নারায়ণগঞ্জে। প্রাথমিক অবস্থায় এটি বিদেশ ফেরত ও তার পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৬ জন বিদেশ ফেরত। মূলত তাদের মাধ্যমে দেশে করোনার সংক্রমণ ঘটেছে। বিদেশ ফেরতদের মধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, সৌদি আরবের দুজন এবং ভারত, ফ্রান্স, জার্মানি, কুয়েত ও বাহরাইনের একজন করে রয়েছেন।

ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো:

১. সর্দি
২. গলা ব্যথা
৩. কাশি
৪. মাথা ব্যাথা
৫. জ্বর
৬. হাঁচি
৭. অবসাদ
৮. শ্বাসকষ্ট


করোনা ভাইরাস থেকে বেঁচে থাকতে যে ১০ টি কাজ অত্যান্ত জরুরি:

১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন
২. গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন
৩. প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করুন
৪.প্রতি ২০ মিনিট পরপর  হ্যান্ডওয়াশ কিংবা সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন
৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভাল করে ধুয়ে নিন
৬. ডিম কিংবা মাংস রান্নার সময় ভাল করে সেদ্ধ করুন
৭. ময়লা কাপড়  দ্রুত ধুয়ে ফেলুন
৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন
৯. অপ্রয়োজনে ঘরের দরজা, জানালা খোলা রাখবেন না
১০. প্রতিদিন গোসলের সময় ১ বালতি পানিতে ২ মুটকি স্যাভলন ব্যবহার করুন।


শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: