চাঁদকে ঘিরে এখনও অনেক রহস্য। পৃথিবীর এই উপগ্রহটি সম্পর্কে শোনা যায় নানা গল্প কথা। চাঁদের অনেক রোমান্টিক নামও আছে যেমন- ব্লু মুন, ক্রিসেন্ট মুন, ফুল মুন ইত্যাদি।
রাতের আকাশে খালি চোখে দেখা এই উপগ্রহটি সম্পর্কে জানবো অজানা ৮ টি তথ্য। এছাড়াও এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন পারমানবিক বোমা মেরে চাঁদকে ধ্বংস করার জন্য কেন সেদিন পরিকল্পনা করেছিল আমেরিকা। চাঁদ সম্পর্কে বেশ কিছু মজার ও অদ্ভুত বিষয় জানতে চলেছেন এই আর্টিকেলটির মাধামে। কাজেই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ার জন্য সাদর আমন্ত্রন জানিয়ে শুরু করছি।
১. চাঁদ গোলাকার নয়ঃ
চাঁদের আকৃতি আসলে ডিমের মতো। আপনি যখন এর দিকে তাকান তখন কিন্তু এর ছোট দুই প্রান্তের কোন একটিকে দেখতে পান। চাঁদের ভরের কেন্দ্র ঠিক এর জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত নয়। এটি জ্যামিতিক কেন্দ্র থেকে ১ দশমিক ২ মাইল দূরে।২. সবসময় আমরা চাঁদের পুরোটা দেখতে পাই নাঃ
আমরা যখন চাঁদের দিকে তাকাই তখন এর ৫৯ শতাংশ দেখতে পাই। পৃথিবী থেকে চাঁদের বাকি ৪১ শতাংশ কখনোই দেখা যায় না। আপনি যদি এই তথ্য বিশ্বাস না করেন এবং এটা সত্য কিনা সেটা যাচাই করে দেখতে চাঁদের লুকিয়ে থাকা ওই ৪১ শতাংশের উপরে গিয়ে দাঁড়ান তাহলে কিন্তু সেখান থেকে আপনি এই পৃথিবীকে দেখতে পাবেন না।৩. ব্লু মুন হয়েছে আগ্নেয়গিরি কারণেঃ
ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পর ১৮৮৩ সালে 'ব্লু মুন' পরিভাষার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। সেসময় অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে এতো বেশি ধুলো ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে মানুষ যখন পৃথিবী থেকে চাঁদের থেকে তাকিয়েছিল তখন তাকে দেখতে নীল মনে হয়েছিল। আর এ থেকেই তৈরি হয়েছে 'ওয়ান্স ইন এ ব্লু মুন' কথাটি। বিরল কোন ঘটনা বলতে এই বাক্যটি ব্যবহার করা হয়।৪. ড্রাগনের কারণেই গ্রহণের ঘটনাঃ
সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়লে অথবা সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে দাঁড়ালে তখন সূর্য বা চাঁদের আলো সাময়িকভাবে ম্লান হয়ে যায়। একে বলা হয় চন্দ্রগ্রহণ কিম্বা সূর্যগ্রহণ। একটি প্রাচীন চীনা বিশ্বাস হচ্ছে- একটি ড্রাগন যখন সূর্যকে গিলে খেয়ে ফেলে তখন সূর্যগ্রহণ হয়। তখন চীনারা তাদের পক্ষে যতোটা সম্ভব আওয়াজ সৃষ্টি করতে থাকে যাতে ড্রাগনটি ভয় পেয়ে দূরে চলে যায়।চীনারা একসময় আরো বিশ্বাস করতো যে চাঁদের গর্তের ভেতরে একটি বিশাল আকৃতির ব্যাঙ বসবাস করতো। চারশো কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে যাওয়া একটি পাথর চাঁদকে আঘাত করলে ওই গর্তের সৃষ্টি হয়েছিল।
৫. চাঁদের কারণে পৃথিবীর গতি ধীর হয়ঃ
চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন জোয়ারের সৃষ্টি হয়। নতুন কিম্বা ফুল মুনের পরপরই এরকম হয়ে থাকে।তখন পৃথিবীর ঘূর্ণন শক্তিও চাঁদ চুরি করে নেয়। আর সেকারণে পৃথিবীর গতিও প্রতি ১০০ বছরে প্রায় ১ দশমিক ৫ মিলি-সেকেন্ড করে শ্লথ হয়ে যাচ্ছে।
Top 20 ON CASINO - Blogging Valley
উত্তরমুছুনWe are one of the largest independent 바카라 신규 가입 쿠폰 casinos 인터넷 카지노 in Iowa. 온라인 바카라 사이트 In 2011 we became the 메리트 카지노 가입 쿠폰 #1 ON CASINO online destination, with more than 200 slots on 온카지노 offer,