#রবি সিম অফার ২০২১ – Robi Sim Offer 2021:
২০২১ সালে রবি নতুন সিম ক্রয় করলেই পাওয়া যাবে বিভিন্ন রকম সাশ্রয়ী অফার। সাশ্রয়ী বিভিন্ন ডাটা প্যাক এর পাশাপাশি ইন্টারনেট প্যাক পাওয়া যাবে সম্পুর্ণ বিনামূল্যে।12 মাসে 12 বার ফ্রি 1 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। রবি নতুন সিমে 1 জিবি ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে। এই অফারটি সিম এক্টিভেশনের পর থেকে প্রতি 31 দিনে অর্থাৎ প্রতি মাসে একবার করে পাওয়া যাবে। তবে প্রতি মাসে ফ্রি 1 জিবি ইন্টারনেট পেতে হলে উক্ত মাসে নতুন সিমে গ্রাহককে অবশ্যই কমপক্ষে 50 টাকা ব্যবহার করতে হবে। তাহলেই কেবলমাত্র ফ্রি 1 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। আর এই 1 জিবি ফ্রি ইন্টারনেট এর মেয়াদ 7 দিন।
রবি 42 টাকা রিচার্জ অফারঃ
নতুন রবি সিম কেনার পর প্রথমবার 42 টাকা রিচার্জ করলেই গ্রাহকগণ পাবেনঃ
- 34 টাকা একাউন্ট ব্যালেন্স।
- 7 দিন মেয়াদের 2 জিবি ইন্টারনেট।
- 7 দিন মেয়াদের 8 মিনিট।
- 30 দিনের জন্য 48 পয়সা প্রতি মিনিট কল রেট।
রবি নতুন সিমে 23 টাকায় 1 জিবি ইন্টারনেটঃ
রবি নতুন সিম কেনার পর 12 মাস পর্যন্ত 23 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে-
- 1 জিবি 4জি ইন্টারনেট অফার।
- এই অফারটি প্রতি 15 দিনে একবার নেওয়া যাবে।
- অর্থাৎ 24 টাকা রিচার্জে 1 জিবি 4 জি ইন্টারনেট অফারটি 12 মাসে সর্বমোট 24 মাস নেওয়া যাবে।
রবি 59 টাকায় 90 মিনিটঃ
রবি নতুন সিমে 59 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে 90 মিনিট। এই 90 মিনিট এর মেয়াদ 10 থাকবে দিন।
রবি নতুন সিমে 9 টাকায় 1 জিবিঃ
গুগল এ সার্চ করলে রবি নতুন সিম এর এই অফারটি সবচেয়ে বেশি চোখে পড়ে। তবে রবি নতুন সিমে অফিসিয়ালি “9 টাকা রিচার্জে 1 জিবি ইন্টারনেট” এই ধরনের কোনো অফার নেই।
#গ্রামীণফোন সিমের অফার ২০২১ – Grameenphone Sim Offer 2021:
গ্রামীণফোন এর সকল নতুন সিম এর সকল প্যাকেজেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের ইন্টারনেট, মিনিট ও রিচার্জ অফার।গ্রামীনফোন নতুন সিম প্রথম রিচার্জ অফারঃ
নতুন গ্রামীণফোন সিম কেনার পর প্রথমবার 34 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে যেকোনো লোকাল নাম্বারে 1 পয়সা / সেকেন্ড কলরেট। এছাড়াও পাওয়া যাবে ফ্রি 1 জিবি ইন্টারনেট ও ২ টি এমএমএস। ফ্রি 1 জিবি ইন্টারনেট ও এমএমএস এর মেয়াদ 7 দিন। বোনাস ও মেয়াদ চেক করা যাবে *121*1*2# ডায়াল করে।
গ্রামীনফোন নতুন সিম দ্বিতীয় রিচার্জ অফারঃ
গ্রামীণফোন নতুন সিমে দ্বিতীয়বার 66 টাকা রিচার্জ করলে 10 দিন মেয়াদের 110 মিনিট পাওয়া যাবে। উল্লেখ্য যে, শুধুমাত্র দ্বিতীয়বার রিচার্জ এর সমিয় 66 টাকা রিচার্জ এর ক্ষেত্রে এই অফার পাওয়া যাবে। রিচার্জ এর সিরিয়াল মেইন্টেইল না করলে উল্লেখিত অফার পাওয়া যাবেনা। এছাড়াও এই রিচার্জ সিম এক্টিভেশন এর দুইদিনের মধ্যেই সম্পন্ন করতে হবে, অন্যত্র, অফারটি পাওয়া যাবেনা।
গ্রামীনফোন নতুন সিম স্পেশাল বান্ডেল অফারঃ
গ্রামীণফোন নতুন সিম কিনে এক্টিভেশনের প্রথম দিনে 119 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে 100 মিনিট, 2 জিবি ইন্টারনেট (1 জিবি + 1 জিবি 4জি) ও 7 দিন মেয়াদের 2 টি এমএমএস৷ উল্লেখ্য যে, ইন্টারনেট ও মিনিট এর মেয়াদ 3০ দিন। এই অফারটি শুধুমাত্র সিম এক্টিভেশনের প্রথম দিনে 119 টাকা রিচার্জ এর ক্ষেত্রে পাওয়া যাবে।
জিপি নতুন সিমে ১৭ টাকায় ১ জিবি অফারঃ
জিপি নতুন সিম কেনার পর প্রতি মাসে ১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। অফারটি কিনতে কোনো কোড ডায়াল এর প্রয়োজন নেই। গ্রাহকগণ সরাসরি ১৭ টাকা ফ্লেক্সিলোড এর মাধ্যনে ১৭ টাকায় ১ জিবি অফারটি উপভোগ করতে পারবেন। এই ১ জিবি ইন্টারনেটের মেয়াদ ৭ দিন। অফারটি সিম এক্টিভেশন থেকে ৯ মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে এই অফারটি নেওয়া যাবে।
জিপি নতুন সিমে 17 টাকায় 2 জিবি অফারঃ
MyGP অ্যাপ থেকে 17 টাকায় পাওয়া যাবে 2 জিবি ইন্টারনেট। এই 17 টাকায় 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ 7 দিন। অফারটি সিম এক্টিভেশন থেকে 9 মাস পর্যন্ত প্রতি মাসে একবার করে নেওয়া যাবে। অফারটি পাওয়া যাবে কিনা তা জানা যাবে *121*1111# ডায়াল করে।
#স্কিটো নতুন সিমের অফার ২০২১:
গ্রামীণফোন এর মালিকানাধীন হলেও স্কিটো নতুন সিম এর অফারগুলোতে বেশ ভিন্নতা রয়েছে। নতুন স্কিটো সিম কিনলে পাওয়া যাবে নিম্নোক্ত অফারসমুহঃ- 7দিন মেয়াদের 3 জিবি ফ্রি ইন্টারনেট ডাটা
- 30 দিন মেয়াদের 100 ফ্রি এসএমএস
- 30 দিন মেয়াদের 10 টাকা মোবাইল ব্যালেন্স
- 30 দিন মেয়াদের 50 এম্বি বোনাস ডাটা
- প্রোমো কোড এন্টার করলে 7 দিন মেয়াদের 1 জিবি ইন্টারনেট ডাটা।
- স্কিটো সিম অর্ডার করে কেনা যাবে স্কিটো এর ওয়েবসাইট হতে। স্কিটো সিম এর দাম 200 টাকা।
সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার জেনে নিন।
#বাংলালিংক নতুন সিমের অফার ২০২১:
নতুন বাংলালিংক সিম কিনলে, সিম এর সাথে পাওয়া যাবে ফ্রি ডাটা, এসএমএস ও কলরেট। নতুন বাংলালিংক সিম কিনলে ক্রেতাগণ পাবেন –- 15 দিন মেয়াদের 5 টাকা একাউন্ট ব্যালেন্স
- 4 দিন মেয়াদের 50 এম্বি ইন্টারনেট
- 50 এসএমএস
- যেকোনো লোকাল নাম্বারে 22 পয়সা প্রতি মিনিট কলরেট।
সিম কেনার পর প্রথমবার 27 টাকা রিচার্জ করলে বাংলালিংক গ্রাহকরা পাবেন –
- 30 দিন মেয়াদী 1 পয়সা প্রতি সেকেন্ড কলরেট
- 7 দিন মেয়াদের 1 জিবি ইন্টারনেট
- ডাটা ব্যালেন্স চেক করা যাবে *5000*500# ডায়াল করে।
বাংলালিংক নতুন সিম কেনার পর যদি ক্রেতা 48 টাকা রিচার্জ করেন, তবে আলাদা একটি অফার পাবেন। এই অফার অনুযায়ী প্রতি মাসে 48 টাকা রিচার্জ করলে 7 দিন মেয়াদের 2 জিবি ইন্টারনেট পাওয়া যাবে। এই অফারটি মাসে একবারই নেয়া যাবে। ডাটা ব্যালেন্স চেক করা যাবে *5000*500# ডায়াল করে।
বাংলালিংক নতুন সিমে 222 টাকা বান্ডেল অফারঃ
নতুন বাংলালিংক সিম কিনলে 222 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে 30 দিন মেয়াদের 10 জিবি ইন্টারনেট। এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট এর পাশাপাশি ফ্রি 100 মিনিট ও পাওয়া যাবে বান্ডেল অফারটিতে। *121*100# ডায়াল করে ব্যালেন্স চেক করা যাবে।
বাংলালিংক নতুন সিমে 49 টাকা রিচার্জে 2 জিবি অফারঃ
বাংলালিংক নতুন সিমে 49 টাকায় কেনা যাবে 2 জিবি ইন্টারনেট। এই ইন্টারনেট এর মেয়াদ 7 দিন। 49 টাকায় 2 জিবি ইন্টারনেট প্যাকটি *132*949# ডায়াল করে কেনা যাবে।
বাংলালিংক নতুন সিমে স্পেশাল মিনিট অফারঃ
বাংলালিংক নতুন সিমে 47 টাকা রিচার্জ করলে 80 মিনিট পাওয়া যাবে। এই মিনিট ব্যবহার করে যেকোনো লোকাল নাম্বারে কথা বলা যাবে। মিনিট এর মেয়াদ 15 দিন। *132*947# ডায়াল করেও মিনিট কেনা যাবে। মিনিট চেক করা যাবে *124*100# ডায়াল করে।
#এয়ারটেল নতুন সিমের অফার ২০২১:
নতুন এয়ারটেল প্রিপেইড সিম এর মূল্য 200 টাকা। নতুন সিম কিনলে বিনামূল্যে পাওয়া যাবে –- 90 দিন মেয়াদের 5 টাকা একাউন্ট ব্যালেন্স
- 10 দিন মেয়াদের 50 এম্বি ইন্টারনেট
- যেকোনো অপারেটরে 2 পয়সা প্রতি সেকেন্ড কলরেট
এয়ারটেল নতুন সিম এক্টিভেশনের 30 দিনের মধ্যে শুধুমাত্র প্রথমবার 41 টাকা রিচার্জ করে পাওয়া যাবে –
- 30 টাকা একাউন্ট ব্যালেন্স
- 10 দিন মেয়াদের 15 মিনিট টকটাইম
- 7 দিন মেয়াদের 2 জিবি ইন্টারনেট
- যেকোনো অপারেটরে 90 দিনের জন্য ০.8 পয়সা প্রতি সেকেন্ড কলরেট
এয়ারটেল নতুন সিম এক্টিভেশনের 11 মাস পর্যন্ত 19 টাকায় পাওয়া যাবে 2 জিবি ইন্টারনেট। ইন্টারনেট কিনতে *121*887# ডায়াল করতে হবে। এই অফারটি প্রতি মাসে শুধুমাত্র 1 বার নেওয়া যাবে। এই 19 টাকায় 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ 7 দিন।
এয়ারটেল নতুন সিমে 54 টাকায় 3 জিবি অফারঃ
এয়ারটেল নতুন সিম কেনার প্রথম তিনমাসে আনলিমিটেড বার কেনা যাবে 54 টাকায় 3 জিবি ইন্টারনেট প্যাকটি। প্যাকটি কিনতে রিচার্জ করতে হবে 54 টাকা। *8444*88# ডায়াল করে প্যাকটির ব্যালেন্স চেক করা যাবে। 54 টাকায় 3 জিবি ইন্টারনেট এর মেয়াদ 5 দিন।
#টেলিটক নতুন সিমের অফার ২০২১:
টেলিটক নতুন সিম একাধিক প্যাকেজে পাওয়া যায়। একেকটি প্যাকেজে একেক ধরনের অফার।টেলিটক নতুন সিম অপরাজিতা প্যাকেজ অফারঃ
অপরাজিতা প্যাকেজ এর নতুন টেলিটক সিম কিনলে প্রথম তিনমাস 8 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে 1 জিবি ইন্টারনেট।
টেলিটক নতুন সিম স্বাগতম প্যাকেজ অফারঃ
150 টাকায় স্বাগতম প্যাকেজ এর নতুন টেলিটক সিম কেনার পর প্রথমবার 99 টাকা রিচার্জ করলে পাওয়া যাবেঃ
- 60 মিনিট টকটাইম
- 60 এসএমএস
- 5 জিবি ইন্টারনেট
- উপরোক্ত ইন্টারনেট, মিনিট ও এসএমএস এর মেয়াদ রিচার্জ এর দিন হতে শুরু করে 30 দিন পর্যন্ত। এছাড়াও স্বাগতম প্যাকেজ রয়েছে 47 পয়সা প্রতি মিনিট কলরেট।
টেলিটক নতুন সিম বর্ণমালা প্যাকেজ অফারঃ
বর্ণমালা প্যাকেজের নতুন টেলিটক সিম কেনার পর 30 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে –
শতবর্ষ প্যাকেজের নতুন টেলিটক সিম কিনে 100 টাকা রিচার্জ করে পাওয়া যাবেঃ
বর্ণমালা প্যাকেজের নতুন টেলিটক সিম কেনার পর 30 টাকা রিচার্জ করলে পাওয়া যাবে –
- 30 মিনিট টকটাইম
- 60 মেগাবাইট ইন্টারনেট
- 30 টি এসএমএস
- ইন্টারনেট, মিনিট ও এসএমএস এর মেয়াদ 3 দিন। এছাড়াও বর্ণমালা প্যাকেজের টেলিটক সিম এ সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক পাওয়া যায়। বর্ণমালা সিম এর স্পেশাল ডাটা প্যাকগুলো নিচের ছবিতে দেওয়া আছে।
শতবর্ষ প্যাকেজের নতুন টেলিটক সিম কিনে 100 টাকা রিচার্জ করে পাওয়া যাবেঃ
- 100 টাকা একাউন্ট ব্যালেন্স
- 100 মিনিট টকটাইম
- 100 এসএমএস
- 17 জিবি ইন্টারনেট
- 34 টাকা রিচার্জে 45 পয়সা প্রতি মিনিট কলরেট, মেয়াদ 10 দিন
- 79 টাকা রিচার্জে 45 পয়সা প্রতি মিনিট কলরেট, মেয়াদ 30 দিন
- 17 টাকা রিচার্জ করলে 15 দিন মেয়াদের 2 জিবি ইন্টারনেট, মাসে সর্বোচ্চ 2 বার।
আমার নাম তামিম ওমর
উত্তরমুছুনঅনেক সুন্দর ও তথ্য বহুল পোস্ট করছেন sportsblog
উত্তরমুছুনশ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। Dollar Buy Sell
উত্তরমুছুন