এক নজরে বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম।
- ইউরােপের রুগ্ন মানুষ=তুরস্ক
- ইউরােপের সমর রণক্ষেত্র=বেলজিয়াম
- ইউরােপের ককপিট=বেলজিয়াম
- সম্মেলনের শহর =জেনেভা
- ইউরােপের ক্রীড়াঙ্গন=সুইজারল্যান্ড
- দক্ষিণের গ্রেট ব্রিটেন=নিউজিল্যান্ড
- বাজারের শহর=কায়রাে
- জাঁকজমকের নগরী=নিউইয়র্ক
- পৃথিবীর রাজধানী=নিউইয়র্ক
- ক্যাঙ্গারুর দেশ=অস্ট্রেলিয়া
- সাদা শহর=বেলগ্রেড
- উদ্যানের শহর=শিকাগাে
- বাতাসের শহর=শিকাগো
- পৃথিবীর কসাইখানা=শিকাগো
- দ্বীপের মহাদেশ=ওশেনিয়া
- ভূ-স্বর্গ=কাশ্মির।
- গােলাপী শহর=জয়পুর,রাজস্থান
- পবিত্র পাহাড়=ফুজিয়ানা(জাপান)
- পবিত্র ভূমি=জেরুজালেম
- পবিত্র দেশ=ফিলিস্তিন
- সােনালি আঁশের দেশ=বাংলাদেশ
- সাত পাহাড়ের শহর=রোম
- পােপের শহর=রােম
- নীরব শহর=রােম
- চির শান্তির শহর =রােম
- সােনালি তােরণের দেশ=সানফ্রান্সিসকো
- চির সবুজের দেশ=নাটাল
- সােনালি প্যাগােডার দেশ =মায়ানমার
- চির বসন্তের নগরী=কিটো
- গ্রানাইটের শহর=এভারভিন
- গগনচুম্বী অট্টালিকার শহর=নিউইয়র্ক
- দক্ষিণের রাণী=সিডনি
- হাজার হ্রদের দেশ=ফিনল্যান্ড
- শান্ত সড়ক=ভেনিস
- দ্বীপের নগরী=ভেনিস
- প্রাচ্যের ভেনিস=ব্যাংকক
- উত্তরের ভেনিস=স্টকহােম
- বাংলার ভেনিস=বরিশাল
- প্রাচ্যের ডান্ডি=নারায়ণগঞ্জ(বাংলাদেশ)
- অন্ধকারাচ্ছন্ন মহাদেশ=আফ্রিকা
- হর্ন অফ আফ্রিকা=ইথিওপিয়া
- প্রাচীরের দেশ=চীন
- আফ্রিকার কিং=ইথিওপিয়া
- শ্বেতহস্তীর দেশ/ শ্যামদেশ=থাইল্যান্ড
- চীনের নীলনদ=ইয়াংসিকিয়াং
- পীত নদীর দেশ=হােয়াংহাে
- প্রাচ্যের ম্যানচেস্টার=ওসাকা(জাপান)।
- হলদে নদী=হােয়াংহাে
- নীল পর্বত=নীলগিরি পাহাড়
- সােভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার=ইউক্রেন
- প্রাচ্যের গ্রেট ব্রিটেন=জাপান
- সূর্য উদয়ের দেশ=জাপান
- ভূমিকম্পের দেশ =জাপান
- বজ্রপাতের দেশ=ভুটান
- ম্যাপল পাতার দেশ=কানাড়া
- লিলি ফুলের দেশ=কানাডা
- সমুদ্রের বধূ=গ্রেট ব্রিটেন।
- সমুদ্রের নদী=গালফ স্ট্রিম।
- মেডিটেরিয়নের দেশ= জিব্রাল্টার
- রৌপ্যের শহর=আলজিয়ার্স
- স্বর্ণ নগরী=জোহান্সবার্গ
- ভূমধ্যসাগরের চাবি/প্রবেশদ্বার=জিব্রাল্টার
- বিশের রুটির ঝুড়ি=প্রেইরি
- হারকিউলিসের স্তম্ভ=জিব্রাল্টার মালভূমি
- পিরামিডের দেশ=মিশর
- পৃথিবীর ছাদ=পামির মালভূমি
- নীল নদের দেশ =মিশর
- নিষিদ্ধ দেশ=তিব্বত
- নিষিদ্ধি শহর=লাসা
- পশুপালনের দেশ=তুর্কিস্তান
- পশ্চিমের জিব্রাল্টার=কুইবেক
- পৃথিবীর চিনির আধার=কিউবা
- মুক্তার দেশ=কিউবা
- মুক্তার দ্বীপ=বাহরাইন
- মরুর মুক্তা=পালমিরা
- মরুভূমির দেশ=আফ্রিকা
- মসজিদের শহর=ঢাকা, ইস্তাবুল
- রিক্সার নগরী=ঢাকা
- ট্যাক্সির নগরী=মেস্কিকো
- সকালবেলার শান্তি= কোরিয়াকে
- ভাটির দেশ=বাংলাদেশ
- বাংলাদেশের প্রবেশদ্বার=চট্টগ্রাম
Very nice content
উত্তরমুছুন