প্রিয় নিবন্ধন চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন। স্কুল ও কলেজে নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত পাশ করার পর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়। কিন্তু আমাদের দেশের ১ টি নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেতে ২-৩ বছর সময় লেগে যায়।
- প্রথমে সার্কুলার
- তারপর প্রিলিমিনারি
- তারপর রিটেন
- তারপর ভাইভা
- তারপর জাতীয় মেধার রেজাল্ট
- তারপর গণবিজ্ঞপ্তি
- তারপর স্কুল ও কলেজ পছন্দের আবেদন
- তারপর ভি রোল পূরণ
- পুলিশ ভেরিফিকেশন
- তারপর চূড়ান্ত নিয়োগ
এতসব প্রসেস করতে করতে যাদের বয়স ৩২-৩৩ থাকে তারা পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাই না। এতে করে তার শিক্ষক হওয়ার স্বপ্ন অংকুরেই বিনষ্ট হয়ে যায়। দেখা ৩৩-৩৪ বছর বয়সে রিটেন পাশ করেও চাকরি পাওয়াটা অনেক অনিশ্চিত হয়ে পড়ে।
এমতাবস্থায় সকলেই স্কুল ও কলেজ বেসরকারি শিক্ষক নিবন্ধনে চাকরির বয়স ৩৫ থেকে ৪০ বৃদ্ধির জন্য মতামত প্রকাশ করছেন। কিন্তু নিবন্ধনে ৪০ বৃদ্ধির জন্য তেমন কোন আন্দোলন নেই। কাজেই যারা বেসরকারি স্কুল কলেজে বয়স বৃদ্ধি ৪০ করতে আগ্রহী তারা সকলেই কমেন্ট করে জানান। যদি এই ভিডিও তে ৫ হাজার লাইক, ৫ হাজার কমেন্ট ও ৫০ হজার ভিউ আসে তাহলে সকলের সমর্থনের ভিত্তিতে লিখিত আকারে দাবি উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবো। এবং আন্দোলন করার জন্য কর্মসূচির ব্যবস্থা করা হবে।
কোন আন্দোলনকে সফলতা করতে হলে অবশ্যই সেই আন্দোলনের সমর্থন থাকতে হবে। কাজেই আপনি কি বেসরকারি স্কুল এবং কলেজের বয়স বৃদ্ধি ৪০ করতে আপনার সম্মতি আছে কিনা আমাদেরকে জানান এবং কিছু যৌক্তিক কারণ লিখে কমেন্টস করলে আরও বেশি ভালো হয়।
সকলেই একমত হয়ে মাঠে নামলে অবশ্যই সেই আন্দোলন সফল করা সম্ভব। কেননা যেভাবে কচ্ছপের গতিতে বেসরকারি স্কুল ও কলেজের নিয়োগ হয় তাতে করে বয়স ৪০ বৃদ্ধি করা আসলেই জরুরী।
0 coment rios: