সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিষয়ভিত্তিক শুন্যপদের তালিকা ও নিশ্চিত চাকরির কাট মার্কস।

বিষয়ভিত্তিক শুন্যপদের তালিকা ও  নিশ্চিত চাকরির কাট মার্কস।

প্রিয় ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন স্কুল পর্যায়,স্কুল পর্যায়-০২ এবং কলেজ প্রভাষক পদের জন্য আপনার সাবজেক্টের শুন্য পদের সংখ্যা কত এবং কাট মার্কস কত পেলে আপনার চাকরিটি নিশ্চিত হবে।  

অনেকেই  ভিডিও তে এক এক জন এক এক রকম কাট মার্কস বলে। কেউ বলে ৪০ পেলে পাশ আসবে, কেউ বলে ৪৫ পেলে পাশ আসবে আবার কেউ বলে ৫০ পেলে পাশ আসবে। এখন আমরা কোনটা বিশ্বাস করবো। ভাই  সত্যি কথা বলতে গেলে ৭ ঘাটের জল খেলে ৭ রকম উত্তর আসবে এটাই স্বাভাবিক। আপনারা কাট মার্কস নিয়ে তো মাথা খারাপ করে দেন।  

আজকের এই ভিডিও দেখার পর আর কোনদিন কাট মার্কস নিয়ে কোন ভিডিও দেখবেন না।  আগে একটি উদাহরণ দিয়ে সহজ করে বোঝায়, ধরুন আপনার সাবজেক্টে ১০০ টি শুন্যপদ রয়েছে। এখন এনটিআরসিএ আরও ২০ পারসেন্ট বেশি রেখে টিকাবেন। তার মানে ১২০ জন টিকাবে। এখন আপনার সাবজেক্টে ধরুন ৫ হাজার পরীক্ষা দিয়েছে, তাহলে সেখান থেকে ১২০ জন যারা মার্কসের তালিকায় এগিয়ে থাকবে তাদেরকেই এনটিআরসিএ পাশ করাবেন।  

এখন তবুও আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আমার সাবজেক্টে আনুমানিক কত মার্কস পেলে আমরা টিকতে পারি। বিগত পরীক্ষার আলোকে সেটি হয়তো বলা যেতেই পারে। তবে অনেকেই ভিডিও তে বলে এবার ৪০-৪৫ কিংবা ৫০ এর নিচেই পেয়েও চাকরি হবে। এটা আপনাদের খুশি করার জন্য বলে, আর ভিডিও ভিউ পাওয়ার জন্য। এগুলো বললে আপনারা আবার খুশি হয়ে লাইক, সাবস্ক্রাইব  এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। 

আবার কেউ কেউ প্রমাণস্বরূপ বলেন আমার অমুক তমুক ভাই ৪১,৪২,৪৩ অর্থাৎ ৫০ এর নিচে পেয়ে চাকরি পেয়েছে। আর এই ধরণের কথায় যারা নাচেন তাদেরকে বলছি এই ধরনের পাশের সংখ্যা খুবই কম। হয়তো কপাল গুণে বা ভাগ্য গুণে কিছু মানুষের হয়তো চাকরি হয়েছে। কিন্তু মনে রাখতে হবে আমার আপনার কপাল এত ভালো না। যদি ৪০-৪৫ পেয়ে সবার চাকরি হতো তাহলে ১-১৭ তমরা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতো না। তারা অপেক্ষাকৃত কম মার্কস পেয়েছে বলেই তো তাদের চাকরি হয়নি। দেখা যাবে তাদের বেশির ভাগ মার্কস টেনে টুনে ৪০ থেকে ৫০ ঘরে আছে।  এজন্য তারা নিয়োগ পায় নি। তাই বলে কি ১-১৭ তমদের নিয়োগ হয়নি? প্রায় ৭ লাখ নিয়োগ দিয়েছে, তাহলে এরা কারা? অবশ্যই এদের ভালো মার্কস পেয়েছিল বলে এদের নিয়োগ হয়েছে।  

এবার আপনি ভেবে দেখুন ৪০-৪৫ মার্কস পেয়ে পাশ আসবে ভেবে নাচানাচি না করে একটু বেশি মার্কস টারগেট করুন। আমার কথা হলো, পাশ মার্কস, কাট মার্কস এই সব নিয়ে না ভেবে যেই মার্কস পেলে চাকরি নিশ্চিত হবে সেটা নিয়ে ভাবাই উচিত।  তাই বলে আমি এটা বলছি না ৫০ এর নিচে পেয়ে চাকরি হবে না। কিছু কিছু সাবজেক্টে হবে, তবে আগেই বলেছি সেই সংখ্যা খুবই কম। আর একটা কথা মাথাই রাখতে হবে এই শুন্যপদ শুধুমাত্র ১৮ তম দিয়েই কিন্তু পূরণ করবে না কিছু পদ কিন্তু ১৯ তমদের জন্য রেখে দিবে। যেমনটা আপনারা ১৭ তমতে দেখেছেন। 

কাজেই আমি আজকে এই ভিডিও তে আপনার সাবজেক্টের শুন্যপদ কত? এবং কত মার্কস পেলে চাকরিটি নিশ্চিত পাবেন সেই সম্পর্কে আলোচনা করবো। যাদের ভিডিও টি ভালো না লাগবে তাদের দেখার দরকার নেই। কিন্তু ফালতু কমেন্ট করবেন না। আমি ঐ ৪০-৪৫ পেয়ে পাশ করবেন এই কথা এখানে বলব না। কাজেই আগেই কেটে পড়ুন। এই ভিডিও তে যে মার্কস পেলে চাকরিটি নিশ্চিত হবে সেই বিষয়টি আলোচনা করবো।  

আমরা অনেক কষ্ট করে ভিডিও গুলো বানায় কাজেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 

১৮ তম নিবন্ধন সহকারী শিক্ষক (স্কুল পর্যায়)

এখানে পাশ করেছে বলতে ১৭ তমতে পাশ করার পর তাদের নিয়োগের পর অবশিষ্ট শুন্যপদ ১৮ তমদের জন্য দেখানো হয়েছে। অর্থাৎ ১৭ তমতে পাশ করার পর  ১৮ তমদের জন্য অবশিষ্ট শুন্যপদের হিসাব এখানে দেখানো হয়েছে।

ইসলাম শিক্ষা = পাশ করেছে= ১৮৭১

                           শুন্যপদ= ১৩৮১
                           পদ ফাঁকা নেই

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে তবে আমি অনিশ্চিত। 

হিন্দু ধর্ম = পাশ করেছে= ২৮৮

                  শুন্যপদ= ৫০৮

                   পদ ফাঁকা = ২২০   

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

খ্রিস্টান ধর্ম = পাশ করেছে= ১৪

                     শুন্যপদ= ৩৭

                     পদ ফাঁকা = ২৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

বৌদ্ধ ধর্ম = পাশ করেছে= ০৯

                     শুন্যপদ= ৫৪

                     পদ ফাঁকা = ৪৫ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

বাংলা= পাশ করেছে= ২০৫৪

                     শুন্যপদ= ৪৪০৫

                     পদ ফাঁকা = ২৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইংরেজি = পাশ করেছে= ৩৬৭৫

                     শুন্যপদ= ৬৫৬৫

                     পদ ফাঁকা = ২৮৯০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

গণিত = পাশ করেছে= ১৪১৬

                     শুন্যপদ= ৩২২৩

                     পদ ফাঁকা = ১৮০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

পদার্থ বিজ্ঞান = পাশ করেছে= ১১১৪

                     শুন্যপদ= ১৩৮

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

ভৌতবিদ্যা = পাশ করেছে= ২০১৬

                     শুন্যপদ= ১২৪৮৬

                     পদ ফাঁকা = ১০৪৭০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০+ লাগবে

রসায়ন = পাশ করেছে= ৯০২

                     শুন্যপদ= ১৩০

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

জীববিজ্ঞান = পাশ করেছে= ১৮৮৫

                     শুন্যপদ= ৫০২৯

                     পদ ফাঁকা = ৩১৪৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান = পাশ করেছে= ২০৪৯

                     শুন্যপদ= ৪৯৫৬

                     পদ ফাঁকা = ২৯০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি = পাশ করেছে= ২২০০

                     শুন্যপদ= ৬৫৫১

                     পদ ফাঁকা = ৪৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০+ লাগবে

ইতিহাস = পাশ করেছে = ১০৭

ভূগোল = পাশ করেছে = ৯৩

অর্থনীতি = পাশ করেছে = ৯৮

সমাজবিজ্ঞান = পাশ করেছে = ৩৬৯

সমাজকর্ম = পাশ করেছে = ১১৪

ইসলামে ইতিহাস = পাশ করেছে = ৩৬৩

রাষ্ট্রবিজ্ঞান = পাশ করেছে = ১৬৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫ তে সন্দেহ আছে তবে ৬০ পেলে নিশ্চিত জব হবে।

ব্যবসায় শিক্ষা = পাশ করেছে=৬১৫ 

                     শুন্যপদ= ৯৯৬

                     পদ ফাঁকা = ৩৮১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

প্রানীবিদ্যা = পাশ করেছে = ৯১৫ শুন্য পদের তথ্য জানতে পারি নাই

উদ্ভিদবিদ্যা = পাশ করেছে=  ৯৫০ শুন্য পদের তথ্য জানতে পারি নাই

গার্হস্থ্যবিজ্ঞান = পাশ করেছে= ১৩৮

                     শুন্যপদ= ১০৪২

                     পদ ফাঁকা = ৯০৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫- ৬০ + লাগবে

কৃষি শিক্ষা = পাশ করেছে= ৮১৩

                     শুন্যপদ= ১৭৯০

                     পদ ফাঁকা = ৯৭৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫-৬০+ লাগবে

চারু কারু শিক্ষা = পাশ করেছে= ৪৯

                     শুন্যপদ= ৮৪২৯

                     পদ ফাঁকা = ৮৩৮০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫০-৫৫+ লাগবে

শারীরিক শিক্ষা = পাশ করেছে= ৪৬৮

                     শুন্যপদ= ৫০৪৫

                     পদ ফাঁকা = ৪৫৭৭

পাশ মার্কস ও চাকরি পেতে=৫৫- ৬০+ লাগবে

১৮ তম নিবন্ধন প্রভাষক (কলেজ পর্যায়)

বাংলা= পাশ করেছে= ২৫৫

                     শুন্যপদ= ৬০৬

                     পদ ফাঁকা = ৩৫১

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

ইংরেজি = পাশ করেছে= ২৮১

                     শুন্যপদ= ৬৩৩

                     পদ ফাঁকা = ৩৫২

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

গণিত = পাশ করেছে= ১২৪

                     শুন্যপদ= ৩৬১

                     পদ ফাঁকা = ২৩৭ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

পদার্থ বিজ্ঞান = পাশ করেছে= ১৬

                     শুন্যপদ= ২৯

                     পদ ফাঁকা = ১৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

পরিসংখ্যান = পাশ করেছে= ১০১

                     শুন্যপদ= ১৯৭

                     পদ ফাঁকা = ৯৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

রসায়ন = পাশ করেছে= ১০২

                     শুন্যপদ= ২০২

                     পদ ফাঁকা = ১০০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০+ লাগবে

প্রানীবিদ্যা = পাশ করেছে= ৫০

                     শুন্যপদ= ৯৮

                     পদ ফাঁকা = ৪৮ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

বুটানি =  পাশ করেছে= ৫৯

                     শুন্যপদ= ৮৮

                     পদ ফাঁকা = ২৯

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

মনোবিজ্ঞান =  পাশ করেছে= ৪০

                     শুন্যপদ= ৪৩

                     পদ ফাঁকা = ০৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫ লাগবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি = পাশ করেছে= ৩৮৫

                     শুন্যপদ= ২০১৭

                     পদ ফাঁকা = ১৬৩২

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

কম্পিউটার অপারেটর = পাশ করেছে= ০৮

                     শুন্যপদ= ৭১

                     পদ ফাঁকা = ৬৩ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫+ লাগবে 

কম্পিউটার সায়েন্স = পাশ করেছে= ৫৪৭

                     শুন্যপদ= ৬৬৬

                     পদ ফাঁকা = ১১৯ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫+ লাগবে 

ইতিহাস = পাশ করেছে= ২১

                     শুন্যপদ= ৯২

                     পদ ফাঁকা = ৭১ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ভূগোল = পাশ করেছে= ২৭

                     শুন্যপদ= ৬৪

                     পদ ফাঁকা = ৩৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

অর্থনীতি = পাশ করেছে= ১২২

                     শুন্যপদ= ১৬৮

                     পদ ফাঁকা = ৪৬

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

সমাজবিজ্ঞান = পাশ করেছে= ০২

                     শুন্যপদ= ৮৪

                     পদ ফাঁকা = ৮২  

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

সমাজকর্ম = পাশ করেছে= ৫১

                     শুন্যপদ= ৭৫ 

                     পদ ফাঁকা = ২৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ইসলামে ইতিহাস = পাশ করেছে= ১৩৫

                     শুন্যপদ= ১৯৫

                     পদ ফাঁকা = ৬০ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ইসলামে ইতিহাস ও সংস্কৃতি = পাশ করেছে= ১২০

                     শুন্যপদ= ১৪৮

                     পদ ফাঁকা = ২৮

পাশ মার্কস ও চাকরি পেতে=৭০-৭৫+ লাগবে

দর্শন = পাশ করেছে= ১১৫

                     শুন্যপদ= ১২২

                     পদ ফাঁকা = ০৭

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

রাষ্ট্রবিজ্ঞান =  পাশ করেছে= ১৩১

                     শুন্যপদ= ৩০৪

                     পদ ফাঁকা = ১৭৩

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

গার্হস্থ্য অর্থনীতি = পাশ করেছে= ২৫

                     শুন্যপদ= ১৩

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে=৭০-৭৫+ লাগবে

কৃষি শিক্ষা = পাশ করেছে= ৪৮

                     শুন্যপদ= ১৪২

                     পদ ফাঁকা = ৯৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

ইসলাম শিক্ষা = পাশ করেছে= ১২৫
                           শুন্যপদ= ২৩৮
                            পদ ফাঁকা = ১১৩
পাশ মার্কস ও চাকরি পেতে= ৬৫-৭০+ লাগবে

আরবি মাদ্রাসা = পাশ করেছে= ৮৭৫

                     শুন্যপদ= ২১৪৭

                     পদ ফাঁকা = ১২৭২ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

হাদিস = পাশ করেছে= ১৩০

                     শুন্যপদ= ২২২

                     পদ ফাঁকা = ৯২ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৬০+ লাগবে

ব্যাংকিং =  পাশ করেছে= ১০

                     শুন্যপদ= ০৮

                     পদ ফাঁকা = নেই 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

ফিনান্স = পাশ করেছে= ৪৫

                     শুন্যপদ= ৯৫

                     পদ ফাঁকা = ৫০ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

মার্কেটিং = পাশ করেছে= ৭০

                     শুন্যপদ= ১১৬

                     পদ ফাঁকা = ৪৬ 

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে

হিসাব বিজ্ঞান = পাশ করেছে= ৮২

                     শুন্যপদ= ১৫২

                     পদ ফাঁকা = ৭০

পাশ মার্কস ও চাকরি পেতে= ৭০-৭৫+ লাগবে


১৮ তম নিবন্ধন (স্কুল পর্যায় - ০২)

ইবতেদায়ী সাধারণ শিক্ষা = পাশ করেছে= ৭৭২

                     শুন্যপদ= ১৩৪১

                     পদ ফাঁকা = ৫৬৯

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইবতেদায়ী মৌলবি
 = পাশ করেছে= ৫২১

                     শুন্যপদ= ৭১৪৫

                     পদ ফাঁকা = ৬৬২৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

ইবতেদায়ী ক্বারি = পাশ করেছে= ১০

                     শুন্যপদ= ২২৯৪

                     পদ ফাঁকা = ২২৮৪

পাশ মার্কস ও চাকরি পেতে= ৫৫+ লাগবে

কম্পিউটার এন্ড টেকনলজি = ১১৭

ড্রেস মেকিং = পাশ করেছে= ৬৬ 

                     শুন্যপদ= ৬০

                     পদ ফাঁকা = নেই 

এই বিষয়ে বলতে পারবো না। 

জেনারেল ইলেকটনিক্সপাশ করেছে= ৪৫

                     শুন্যপদ= ৪৫ = 

                     পদ ফাঁকা = ০০ 

এই বিষয়ে বলতে পারবো না

আমাদের আর্টিকেলটি বা ভিডিও টি শেয়ার করে দিন। আপনাদের জন্য অনেক পরিশ্রম করি কাজেই এতটুকু সমর্থন দিয়ে আমাদের কাজকে আরও বেশি উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানায়।

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: