প্রিয় ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকের এই ভিডিও তে আপনাদের জন্য বেশ কিছু খুশির খবর নিয়ে এসেছি। ১৮ তম রিটেন যারা দিয়েছেন এই খবর গুলো আপনাদের জন্য আশান্বিত হবার মত তথ্য। দীর্ঘদিন ধরে আপনারা অনেক পরিশ্রম করেছেন প্রিলি, রিটেন এখন ফলাফলের অপেক্ষায় আছেন। এই অবস্থায় আপনাদের মনের মধ্যে বিভিন্ন ধরণের চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে।
- আমার রেজাল্ট আসবে তো?
- আমি পাশ করতে পারবো তো?
- কাট মার্কস কত হতে পারে?
- শুন্যপদ কেমন হতে পারে?
- বিশেষ গনবিজ্ঞপ্তি দিলে আমাদের তো সমস্যা হবে?
- রেজাল্ট কবে দিবে ইত্যাদি ইত্যাদি?
চলুন এত চিন্তা ভাবনার ভীড়ে আপনাদের কিছু আশার
বাণী শোনায়। আশা
করি ১৮ তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে।
- ১৮ তম লিখিত খাতা মূল্যায়নের পর পরীক্ষকরা এনটিআরসিএ তে খাতা জমা দেওয়া শুরু করেছে গত সপ্তাহ থেকে। যারা আগে খাতা নিয়ে গিয়েছিল তারাই জমা দিচ্ছে।কিন্তু যারা দেরি করে নিয়েছে তাদের জন্য ফলাফল আটকে আছে।
- ১৮ তমদের জন্য শুন্যপদের সংখ্যা বর্তমানে ১ লাখেরও উপরে। এছাড়াও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শুন্যপদ বাড়বে। সেক্ষেত্রে ১৮ তমদের পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে।
- বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে। আর এটা দিলে এনটিআরসিএ বিতর্কিত হবে। সুতরাং এই ব্যাপারটি তারা সিরিয়াসলি দেখছে। যদিও দেই তবে সেটা ১৮ তমদের নিয়োগের পর।
- ১৮ তমদের ক্ষেত্রে কমপক্ষে ৬০ হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে। সেটা এখন নির্দিষ্ট করে বলা যাবে না। সেটা টিকানোর উপর নির্ভর করবে। আর বাকি শুন্যপদ ১৯ তমদের জন্য রাখবে।
- ১৮ তমদের জন্য কাট মার্কস আগের তুলনায় এবার তুলনামূলক একটু কম হবে।কোন কোন সাবজেক্টে ৪৫-৫০ পেলেও জব হবে। কেননা প্রশ্নপত্রে অথবা না থাকায় সকল প্রশ্নের উত্তর করতে গিয়ে বেশিরভাগ পরীক্ষার্থী হিমশিম খেয়েছে।
- ১৮ তমদের লিখিত ফলাফল অক্টোবরের ১ তারিখ হতে ১৩ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ পারসেন্ট।
প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা ভিডিও টি যদি ভালো
লাগে তাহলে একটি লাইক দিন।
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব
করে পাশেই থাকুন। ভালো
থাকুন সুস্থ থাকুন। আজ
এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ্ হাফেজ।
0 coment rios: