শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

১৮ তমদের জন্য মহা সুসংবাদ।

১৮ তমদের জন্য মহা সুসংবাদ।

প্রিয় ১৮ তম নিবন্ধন ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু সুসংবাদ তুলে ধরবো। আমি নিয়মিত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় কাজেই লাইক,কমেন্ট,শেয়ার করুন। আমাদের Top Bangla Page পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনুসরণ করুন। এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট www.topbanglapages.com  অনুসরণ করুন। 

১৮তম পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ। 
  1. বিশেষ গণ বিজ্ঞপ্তি হচ্ছে না। আর হলেও সেটি ১৮ তমদের নিয়োগের আগে হবে না।
  2. ১৮ তম লিখিত খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ। এখন রেজাল্ট প্রস্তুতির জন্য স্ক্যানিং এর কাজ শুরু হয়েছে। 
  3. অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি।
  4. ১৮ তমদের জন্য শুন্যপদের সংখ্যা বর্তমানে ১ লাখেরও উপরে।  এজন্য এবার অনেক প্রার্থীকে লিখিত পরিক্ষায় টিকাবে। 
  5. ১৮ তমদের ক্ষেত্রে কমপক্ষে ৫০ হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে। 
  6. অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদ চাওয়া শুরু করেছে এনটিআরসিএ।
  7. এছাড়াও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শুন্যপদ বাড়বে। সেক্ষেত্রে ১৮ তমদের পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে।
  8. সামনে বছরের শুরুর দিকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে। 
  9. ৩৫+ আবেদন করতে পারবে না
  10. জাল সনদ শনাক্ত করা হচ্ছে, এদের ছাটাই করা হবে। সুতরাং পদ সংখ্যা বেড়ে যেতে পারে।
  11. এবার বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাশ করানো হবে, ভাইভা পরীক্ষার্থী আগের তুলনায় এবার অনেক বেশি । ইনশাআল্লাহ্ সকলের আশা পূর্ণ হোক।
  12. ১৮ তমদের জন্য কাট মার্কস অনেক কম হবে। কোন কোন সাবজেক্টে ৪৫-৫০ পেলেও জব হবে।  



শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: