শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য ২০ টি টিপস।

আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য ২০ টি টিপস
আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য ২০ টি টিপস।
  1. ৩ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।
  2. প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি যদি আপনার সন্তানকে মজা করে বলে- "তুমি আমার বউ হবে?" এটা কখনোই প্রশ্রয় দেবেন না। 
  3. আপনার কন্যা সন্তানকে কখনই কোন ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন।
  4. কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না। 
  5. যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি সর্বদা খেয়াল রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।
  6. বাচ্চা যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে গোপনে মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন সে গুগলে মূলত কী সার্চ করছে? 
  7. নিজের সন্তানকে কমপক্ষে ২ টি ফোন নাম্বার যথা পিতা ও মাতার ফন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।
  8. পরিবারের সবাই একসাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন, বিশেষ করে রাতের খাবার, এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।
  9. প্রেম,ভালোবাসা,মারপিট টাইপের সিনেমা দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুন।
  10. কোন রকম জাংকফুড, ভাঁজা পোড়া খাওয়ানোর অভ্যাস করবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।
  11. কোন প্রকার নে&শার প্রতি যাতে আস%ক্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন।
  12. আপনি নিজেও বাচ্চাদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকুন।
  13. সাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যাসন্তানকে জোর করবেন না।
  14. একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রা/প্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা।
  15. আপনার মেয়েকে পুরুষ মানুষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে কখনই দেবেন না। 
  16. নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, তার মন পড়ার চেষ্টা করবেন, ফ্রি হবার চেষ্টা করবেন।
  17. নিজের বাড়িতে আত্মরক্ষার জন্য কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাঁকা জায়গায় বা ছাদে কিছু দিয়ে আঘাত করার বিষয়টি শেখান, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে।
  18. পারিবারিক কোন অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও আপনি নিজেই সাথে নিয়ে যান, এতে তার মানসিক বিকাশ ঘটবে। 
  19. আপনার কন্যাসন্তান বিয়ের উপযুক্ত হলেই  বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন।
  20. এই নীতি গুলোর বাইরে যদি আপনাদের আরও কিছু পরামর্শ জানা থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। 
পোস্টটি বেশি করে শেয়ার করে দিন সবাইকে পড়ার সুযোগ করে দিন, যাতে করে অনেকেই উপকৃত হতে পারে! 

শেয়ার করুন

Author:

আমি একজন অতি সামান্য মানুষ। পেশায় একজন লেখক,ব্লগার এবং ইউটিউবার। লেখালেখি করতে খুব ভালো লাগে। আমার এই সামান্য প্রয়াসের মাধ্যমে মানুষের কিছু শেখাতে পারা ও বিনোদন দেওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে পায়।

0 coment rios: