আমরা সকলেই মানুষের বাস্কেটবল খেলা দেখেছি। কিন্তু আমরা কখনই পাখিদের বাস্কেটবল খেলতে দেখি নাই। এই ভিডিও টি দেখলে অবাক হবেন এখানে পাখিগুলো মধ্যে দুটি গ্রুপ রয়েছে একটি হল হলুদ গ্রুপ এবং অপরটি হল সবুজ গ্রুপ। এবং দুইপাশে দুটি গোলবার দেওয়া হয়েছে। তাদের এই প্রতিযোগিতা সত্যি আমাদের অবাক করে দিয়েছে।
আমরা সকলেই বইয়ে পড়েছি একদা একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। সে এদিক সেদিক পানির সন্ধান করছিল। হঠাৎ সে একটি কলস দেখতে পেল কিন্তু কলসে সামান্য পরিমান পানি ছিল। কাকের পানি পান করা অসম্ভব হয়ে পড়ল কারণ পানি তার নাগালের বাইরে ছিল। কিন্তু কাক বুদ্ধি করে অনেকগুলি নুড়ি পাথর কলসের মধ্যে ঢালতে লাগল। এক সময় পানি উপচে উপরে উঠল তখন কাক পানি পান করল। এই গল্পটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবে কখনও দেখা হয় নি এই ভিডিও টি তার একটি উৎকৃষ্ট উদাহরণ।
পশুপাখি নিয়ে অসাধারণ কিছু ঘটনা যা আপনি কখনই কল্পনা করতে পারবেন না।
এই ফুটেজে একটি শিশু মোবাইল নিয়ে খেলা করছিল। পাশে একটি বানর ছিল। সে দৌড়ে এসে মোবাইল টি কেড়ে নিয়ে বানরটি মোবাইল চালাতে লাগল।
আমার দেখা এটা মনে হয় শ্রেষ্ঠ গরু। কেননা আমি কোনদিন দেখি নাই গরু ছাগলের দুধ খেতে দেই। কিন্তু এই ভিডিও তে একটি গরু অনেকগুলো ছাগলের দুধ খেতে দিচ্ছে। আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান।
একটি পুকুরে একটি হাঁস ছিল। হথাত অনেকগুলো বাঘ এসে তাকে আক্রমণ করল। কিন্তু এত গুলো বাঘ শত চেষ্টা করেও হাসটিকে কোন ভাবেই পরাস্থ করতে পারল না। বাঘগুলো যখনই হাঁসটাকে ধরতে যায় ঠিক তখনই হাঁসটি ডুব অন্য জায়গায় সরে যায়। এভাবে অনেক্ষন চেষ্টা করার পর বাঘগুলো হতাশ হয়ে ফিরে চলে যায়।
আমার নাম মোঃ সাজেদুর রহমান। আমি অত্যান্ত স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এম.এস.এস সম্পন্ন করেছি। এখন আমি একজন পেশায় শিক্ষক, ব্লগার এবং ইউটিউবার। TopBanglaPages বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্লগার টিপস এন্ড ট্রিকস, গুগল অ্যাডসেন্স, স্বাস্থ্য টিপস ও মেডিসিন, বাংলা গ্রামার,বাংলা সাহিত্য, ইংরেজি গ্রামার,ইংরেজি সাহিত্য,সাধারণ গণিত ও জ্যামিতি, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী,সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী, আই,সি, টি বিষয়ক প্রশ্ন,মানুষিক দক্ষতা,বিখ্যাত ব্যক্তিদের জীবনী, ভিন্নরকম সত্য ঘটনা, অজানা ও রহস্যময় ঘটনা, শিক্ষা ও প্রযুক্তি, বিনোদন, খেলাধুলা ইত্যাদি। আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের ব্লগের মাধ্যমে আপনি সমস্ত বিষয় সম্পর্কে প্রচুর তথ্য পাবেন। আমি যদি আপনাদেরকে সহায়তা করতে পারি তবে আমার কঠোর পরিশ্রম সফল হবে। বিশ্বের সমস্ত মানুষের প্রতি শুভ কামনা রইলো।
Casino Site – Shop EverStyle
Casino Site. New York, NY. 1 (8) 828-0020. Phone: 바카라 사이트 쿠폰 | 카지노게임사이트 (888) nprogroup.com 828-0020; 카지노 사이트 쿠폰 Toll-free: 828-0020. Visit Website. 메리트 카지노 가입 쿠폰 Website. 바카라커뮤니티 http://www.casino.org.