গুরুত্বপূর্ণ ৫ টি বিষয়ে গোলাপের ব্যবহারঃ
লাল গোলাপঃ
সাদা গোলাপঃ
আমরা সাধারণত শোক জ্ঞাপনে সাদা ফুল ব্যবহার করে থাকি। মানব জীবনে সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কন্যার হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, সমাধির উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন আপনার মনের ভাষা।
হলুদ গোলাপঃ
হলুদ গোলাপ, বন্ধুত্ব, পরম নির্ভরতা, আনন্দ-উচ্ছাস, ভালবাসার প্রতীক। একে অপরকে স্বাগত জানানো, একে অপরের সাথে দেখা করার জন্য, নতুন আবাহন, নতুন মায়ের, নতুন স্নাতক বা বিবাহের কথাবার্তায় শুভেচ্ছা জানাতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার! হলুদ গোলাপ আনন্দ, ভালবাসা এবং নতুন জীবনের প্রতীক।
আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।হলুদ গোলাপ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক। কেন জানেন?কারণ হলুদ গোলাপ হল বন্ধুত্বের প্রতীক। তাই প্রিয় বন্ধু-বান্ধবীকে হলুদ গোলাপ দিয়ে বোঝাতে পারেন সে আপনার কাছে কতটা প্রিয়।
গোলাপি গোলাপ:
লাল গোলাপের পাশাপাশি মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক হিসেবে ব্যবহার করা হয় গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ধন্যবাদ জানাতে ব্যবহার করতে পারেন গোলাপি গোলাপ। গোলাপি গোলাপ দ্বারা বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় হয়।
কমলা গোলাপঃ